উইকিপিডিয়া – নারী অবদান ও জেন্ডার গ্যাপ

উইকিপিডিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে অনলাইন বিশ্বকোষ ও তথ্যপ্রাপ্তির মাধ্যম। ২০০১ সালের ১৫ জানুয়ারি এই অনলাইন বিশ্বকোষটি ‘পৃথীবির সমস্ত জ্ঞনে থাকবে সবার সমান প্রবেশাধিকার যেখানে সবাই অবদান রাখতে পারবে’ এই ধারণার উপর প্রতিষ্ঠিত হয়। উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় যে কোন বিষয়ে চাইলে যে কেউ অবদান রাখতে পারেন। এটি সবার জন্য উন্মুক্ত।

বিশ্বের ৫ম শীর্ষ এ ওয়েবসাইটে বাংলাদেশের গ্রামীণ এক্কাদোক্কা, কানামাছি খেলা নিয়ে যেমন তথ্য রয়েছে। তেমনি তথ্য রয়েছে ইউরোপের ছোট দেশ মোনাকোসহ পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস নিয়েও। বাংলা ভাষাসহ পৃথিবীর ৩০১টি ভাষায় পড়া যায় এই উইকিপিডিয়া। তবুও উইকিপিডিয়ার বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক অসমতা বিদ্যমান। নারী সম্পর্কিত নিবন্ধগুলোর ক্ষেত্রে এটি আরও স্পষ্ট।

উইকিগ্যাপ প্রতিযোগিতায় নিবন্ধ লিখে সুইডিশ রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটারের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন নারী উইকিপিডিয়ান তাসমীন আক্তার তৃপ্তি।

২০১৮ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে দেখা যায়, উইকিপিডিয়াতে যারা লেখেন তাদের মধ্যে গড়ে মাত্র ৯% হলেন নারী। ভারতীয় ভাষা অঞ্চলে মোট উইকিপিডিয়া অবদানকারীর মাত্র ৭% হলেন নারী। ইংরেজি ভাষাভাষী দেশসমূহে এই সংখ্যা ১৩%।

উইকিপিডিয়াতে নারী-পুরুষ সংক্রান্ত যে নিবন্ধ আছে তার মধ্যে পুরুষ সংক্রান্ত নিবন্ধের সংখ্যা নারী সংক্রান্ত নিবন্ধের তুলনায় ৪ গুণ বেশি। যদিও অঞ্চলভেদে বা উইকিপিডিয়ার বিভিন্ন ভাষা সংস্করণে এই সংখ্যার তারতম্য আছে। কিন্তু একটি বিষয় পরিষ্কার যে, উইকিপিডিয়ার বিষয়বস্তুর লিঙ্গভিত্তক ফারাক অত্যন্ত বেশি পরিমানে বিদ্যমান।

উইকিপিডিয়ার বিভিন্ন ভাষা সংস্করণের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধ আছে ইংরেজি উইকিপিডিয়ায়। ইংরেজিতে মোট জবনীভিত্তিক নিবন্ধ আছে ১৬৩২১৯১টি যার মধ্যে নারীদের নিয়ে লেখা জীবনীর সংখ্যা মাত্র ২৯১৬৪৯টি অর্থাৎ ১৭.৮৭%।

পাতার সংখ্যার দিক দিয়ে এই অবস্থা বাংলা উইকিপিডিয়াতে কিছুটা উন্নত। বাংলা উইকিপিডিয়া ২০০৪ সালে চালু হওয়ার পর এখন পর্যন্ত (২৬ জুন ২০১৯) মোট জীবনী ভিত্তিক নিবন্ধ লেখা হয়েছে ১৮৫২৪টি যার মধ্যে নারী জীবনী মাত্র ৪২৫২টি অর্থাৎ ২২.৯৫%। বাংলা উইকিপিডিয়াতে ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত মোট ১৩০টি জীবনীভিত্তিক পাতা তৈরি হয়েছে। যার মধ্যে মাত্র ২০টি নারীদের জীবনী।

ছবি: কাইজেন/সিসি-বাই-এসএ ৪.০

ইন্ডিক ভাষাসমূহের মধ্যে বাংলাসহ ২৫টি ভাষায় উইকিপিডিয়া প্রকল্প চালু আছে। এরমধ্যে হিন্দি উইকিপিডিয়াতে মোট ১৬৮০৫টি জীবনীভিত্তিক নিবন্ধের মধ্যে নারী জীবনী ৩৯৩৮টি, তামিল উইকিপিডিয়াতে ২১৭৩১টির মধ্যে ৩৫৫৯টি, উর্দু উইকিপিডিয়াতে ১২৫০১টির মধ্যে ৩৫৫৬টি এবং মালায়ালাম ভাষায় ১৩৬৭৭টির মধ্যে ৪২৪০টি নারী জীবনী সংক্রান্ত পাতা রয়েছে।

উইকিপিডিয়ার তত্ত্বাবধানকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন গত কয়েক বছর ধরেই উইকিপিডিয়ায় নারীদের অবদানকে উৎসাহিত করতে এবং নারী অবদানকারী বৃদ্ধি করতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া, স্থানীয়ভাবে বিভিন্ন ভাষা সংস্করণ নিয়ে কাজ করা উইকিমিডিয়ার অফিসিয়াল চ্যাপ্টারসমূহও নিজ নিজ অঞ্চলে এটি নিয়ে কাজ করছে।

উইকিপিডিয়াতে নতুন নারী অবদানকারীদের সাহায্য করার জন্য রয়েছে উইকিপ্রকল্প নারী, উইকিপ্রকল্প নারী বিজ্ঞানী, উইকিপ্রকল্প জেন্ডার স্টাডিজ ও জেন্ডার গ্যাপ টাক্সফোর্সসহ প্রভৃতি।

বাংলাদেশে উইকিপিডিয়া নিয়ে কাজ করা উইকিমিডিয়ার অফিসিয়াল চ্যাপ্টার ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ বাংলাদেশের নারীদের উইকিপিডিয়ায় অবদান রাখার ব্যাপারে উৎসাহ প্রদান ও বিভিন্ন ধরণের প্রকল্প হাতে নিয়েছে। উইকিপিডিয়াতে বাংলাদেশী উল্লেখযোগ্য নারীদের জীবনীসহ এ বিষয়ক তথ্য সমৃদ্ধ করা ও এতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ব্যাপারে সংস্থাটি গুরুত্ব দিচ্ছে।

এ লক্ষে, বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত নারী বিষয়ক অনলাইন নিবন্ধ প্রতিযোগিতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালার মাধ্যমে নারী অবদানকে উৎসাহ প্রদান ও দেশী-বিদেশী সংস্থার সাথে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছে।

গত মে (২০১৯) মাসে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ ও ঢাকার সুইডিশ দূতাবাসের যৌথ উদ্যোগে বাংলা উইকিপিডিয়াতে নারী বিষয়ক তথ্য সমৃদ্ধ করতে ১৫ দিনব্যাপী ‘উইকিগ্যাপ’ শীর্ষক একটি নিবন্ধ লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

২৩ জুন, রবিবার ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটার তাঁর বাসভবনে উইকিমিডিয়া বাংলাদেশ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও সাংবাদিক প্রতিনিধিদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘উইকিগ্যাপ’ প্রতিযোগিতার সেরা ১০ জন উইকিপিডিয়া অবদানকারীকে সনদ প্রদান করেন।

ফিচার চিত্র: মহীন রীয়াদ/সিসি-বাই-এসএ ৪.০