আন্ত:উইকি সংযোগ- উইকিপিডিয়া নিবন্ধে অন্য ভাষার লিংক যুক্তকরণ

আপনি বাংলা উইকিপিডিয়ায় একটি নতুন নিবন্ধ তৈরি করেছেন এবং সেটিকে ইংরেজি উইকিপিডিয়ার একই নিবন্ধের সাথে সংযোগ করতে চাচ্ছেন? এই প্রক্রিয়াটি উইকিপিডিয়াতে ‘আন্ত:উইকি সংযোগকরণ’ নামে পরিচিত। নতুন নিবন্ধে আন্ত:উইকি সংযোগ দেওয়ার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন:

উদাহরণস্বরুপ, আপনি ‘ময়মনসিংহ জাদুঘর’ নামে নতুন একটি নিবন্ধ তৈরি করেছেন ও নিবন্ধটিকে অন্য ভাষার উইকিপিডিয়ায় ইতিমধ্যেই বিদ্যমান একই নিবন্ধের সাথে লিংক করতে চাচ্ছেন। আমরা ‘ময়মনসিংহ জাদুঘর’ নিবন্ধটিকে ইংরেজি উইকিপিডিয়ার ‘Mymensingh Museum’ নামের নিবন্ধের সাথে যুক্ত করবো।

১. প্রথমে বাংলা উইকিপিডিয়ায় তৈরিকৃত নিবন্ধে প্রবেশ করুন ও চিত্রের চিহ্নিত অংশটি নিবন্ধের বামপাশের বারগুলোর নিচে দেখতে পাবেন। ‘অন্ত:উইকি সংযোগ দিন’-এ ক্লিক করুন।

চিত্র-১

২. এরপর ওপেন হওয়া বক্সে ‘ভাষা’র ঘরে যে ভাষার উইকিপিডিয়ার নিবন্ধের সাথে সংযুক্ত করবেন সেটি লিখুন। যেমন ইংরেজির ভাষার কোড en, এরসাথে wiki সংযুক্ত করে দিন (চিত্রের মত)। ঠিক একইভাবে আপনি অন্যভাষা সংযুক্ত করতে চাইলে উক্ত ভাষার ভাষাকোড লিখুন। ‘পাতা’-এর ঘরে উক্ত ভাষায় নিবন্ধটি যে নামে রয়েছে সেটি লিখুন। সবশেষে ‘পাতার সংযোগ দিন’-এ ক্লিক করুন।

চিত্র-২

৩. আপনার কাজ শেষ। এবার ‘ডায়লগ বন্ধ এবং পাতা পুনরায় লোড করুন’-এ ক্লিক করেলেই দেখবেন নিবন্ধটি উক্ত ভাষার সাথে সংযুক্ত হয়ে গিয়েছে।

চিত্র-৩

আপনি সফলভাবে ভাষার লিংক সংযুক্ত করতে পারলে নিম্নের চিত্রের মত সংশ্লিষ্ট ভাষার লিংকটি সবুজ রং-এ দেখাবে।